This a Textile Based Blog. You can find all news of Textile Sector like Yarn, fabric, Wet-processing, Garments, Fashion and design, Smart -textile, Recycle Textile.

বুধবার, ৪ মে, ২০১৬

হলিউডে বাংলাদেশের পোশাক শিল্প

By মে ০৪, ২০১৬ No comments

কিছুদিন আগে মুক্তি পেয়েছে দ্য ট্রু কস্ট ( The True Cost) নামের এই তথ্যচচিত্র। সাধারণত তথ্য চিত্র নিয়ে এতটা হুল্লোড় পড়ে না হলিউডে। কিন্তু দ্য ট্রু কষ্ট নিয়ে দারূণ আলোচনা চলছে। এন্ড্রু মরগ্যান পরিচালিত দ্য ট্রু কস্ট তথ্যচিত্রটি নির্মিত হয়েছে পোশাকশিল্পকে ঘিরে। তাই এই তথ্যচচিত্রে উঠে এসেছে তৈরি পোশাক রপ্তানির তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশের চিত্র। ইতিবাচক নেতিবাচক দুই দিক থেকেই পরিচালক তুলে ধরেছেন বাংলাদেশকে। এবং এতে অভিনয় করেছেন সারা জাগানো অভিনেত্রী এমা ওয়াটসন।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন